ঢাকা, রবিবার   ১২ জানুয়ারি ২০২৫

রাওয়া’র ৩৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৭:২৪, ২৩ মার্চ ২০১৮

রিটায়ার্ড আর্মড ফোর্সেস অফিসার্স ওয়েলফেয়ার এসোসিয়েশন (রাওয়া) এর ৩৬তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হয়েছে। অত্যন্ত আন্দঘন পরিবেশে রাওয়া সদস্য ও তাদের পরিবারবর্গ নিয়ে প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়।

বুধবার (২১ মার্চ) রাজধানীর মহাখালী ডিওএইচএস এর রাওয়া ক্লাবে মিরর ও রাওয়া এর আয়োজনে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন হয়। সেখানে উপস্থিত ছিলেন রাওয়া এর চেয়ারম্যান মেজর জেনারেল মোহাম্মদ ফেরদৌস মিঞা ও অবসরপ্রাপ্ত অফিসারবৃন্দ।  

বর্ষপূর্তি অনুষ্ঠানে দেওয়া হয় ২০১৮ গুণীজন সম্মাননা। বিশেষ অবদানের জন্য ১২ জন ব্যক্তিকে এই সম্মাননা প্রদান করা হয়।

ভুরিভোজের পর অনুষ্ঠানের শেষ অংশে থাকে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। অনুষ্ঠানে গান পরিবেশন করেন বাপ্পা মজুমদার ও তনিমা। গানের তালে তালে নৃত্য পরিবেশন করেন মেহজাবিন ও সোহাগ। এছাড়া উপস্থিত সবাইকে মজার মজার কৌতুক শুনিয়ে আনন্দ প্রদান করেন আবু হেনা রনি। অনুষ্ঠানটির সঞ্চালনায় ছিলেন নওশীন।   

অনুষ্ঠানটির টাইটেল স্পন্সর হিসেবে ছিল ডায়মন্ড ওয়ার্ল্ড লি., পাওয়ার্ড বাই প্রেমস কালেকশন।  

এসি/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি