ঢাকা, শনিবার   ১১ জানুয়ারি ২০২৫

ছাত্রীর শ্লীলতাহানির অভিযোগে গ্রেপ্তার ৪

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৯:৩৪, ২৪ মার্চ ২০১৮ | আপডেট: ১১:০২, ২৫ মার্চ ২০১৮

রাজধানীর চাঁদনী চক মার্কেট এলাকায় ইডেন কলেজের তিনজন ছাত্রী শ্লীলতাহানির শিকার হয়েছেন বলে অভিযোগ উঠেছে।  

এ ঘটনায় তারা নিউ মার্কেট থানায় আজ শনিবার মামলা দায়ের করেন। এরপরে পুলিশ চারজনকে গ্রেপ্তার করেছে।

নিউমার্কেট এলাকার সহকারী পুলিশ কমিশনার সাজ্জাদুর রহমান গণমাধ্যমকে বলেন, গতকাল শুক্রবার পরিবারের সদস্যদের নিয়ে কেনাকাটা করতে চাঁদনি চক মার্কেটে যান ওই তিন ছাত্রী। এ সময় মার্কেটের নিচতলার একটি দোকানে প্রচণ্ড ভিড় ছিল। ছাত্রীদের অভিযোগ, এ সময় ওই দোকানের কর্মচারীরা তাদের শ্লীলতাহানি করেন। এ ঘটনায় আজ শনিবার তারা নিউ মার্কেট থানায় মামলা করেন। পরে শ্লীলতাহানির অভিযোগে ওই দোকানের চার কর্মচারীকে শনাক্ত করে গ্রেপ্তার করা হয়েছে।  

গ্রেপ্তার হওয়া আসামিরা হলেন নজরুল ইসলাম, আলামিন, আবুল হোসেন ও নয়ন।  

কেআই/এসি  


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি