ঢাকা, শনিবার   ১১ জানুয়ারি ২০২৫

গৃহবধূর রগ কেটে দেওয়ার অভিযোগ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১১:০১, ২৫ মার্চ ২০১৮ | আপডেট: ১১:২৩, ২৫ মার্চ ২০১৮

রাজধানীর কদমতলীতে সুমি আক্তার (২৮) নামে এক গৃহবধূর পায়ের রগ কেটে দেওয়া হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। আর এ অভিযোগ ওঠেছে তার স্বামী মহিনের বিরুদ্ধে। শনিবার দিবাগত রাত আড়াইটার দিকে কদমতলীতে একটি বাসায় এ ঘটনা ঘটে।

আহত সুমিকে প্রথমে শ্যামলীর একটি ক্লিনিকে নেওয়া হয়। সেখানে অবস্থার অবনতি হলে পরে তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

সুমির পিতা জাকির হোসেন জানান, পাঁচ বছর আগে তার মেয়ে ভালোবেসে বিয়ে করে মহিনকে। বিয়ের কিছুদিন পর তার স্বামী মাদকাসক্ত হয়ে পড়ে। গতরাতে ঘুমন্ত অবস্থায় সুমির বাম পায়ে গোড়ালির ওপর ধারালো অস্ত্র দিয়ে রগ কেটে পালিয়ে যান মহিন।

এ ব্যাপারে বিস্তারিত খোঁজখবর নেওয়া হচ্ছে বলে জানান কদমতলী থানার ওসি আবদুল জলিল।

একে//  এআর


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি