ঢাকা, শনিবার   ১১ জানুয়ারি ২০২৫

বাঁচল না পল্লবীর দগ্ধ শিশুটি

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১২:২১, ২৮ মার্চ ২০১৮

রাজধানীর মিরপুরের পল্লবীতে একটি বাসায় পানির রিজার্ভ ট্যাংকে বিস্ফোরণে দগ্ধ পাঁচজনের মধ্যে তিন বছরের শিশু রুহিকে বাঁচানো যায়নি। শিশুটির শরীরের ৯০ শতাংশ দগ্ধ হয়েছিল বলে জানিয়েছেন বার্ন ইউনিটের সমন্বয়ক ডা. সামন্ত লাল সেন।

মঙ্গলবার দিবাগত রাত ১টার দিকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় রুহির মৃত্যু হয়।

মিরপুর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার শেখ আহাদুজ্জামান জানান, মঙ্গলবার বেলা সাড়ে ১১টার দিকে পল্লবীর ডি ব্লকের ১৯ নম্বর রোডের ওই বাড়ির গ্যারেজে রিজার্ভ ট্যাংক পরিষ্কারের সময় জমে থাকা গ্যাসে এই বিস্ফোরণ ঘটে। ঘটনার পরপরই ভবন মালিক ইয়াকুব আলী (৭০), তার স্ত্রী হাসিন আরা খানম (৬০), তাদের ভাড়াটিয়া ইয়াসমিন আক্তার (৩৫) এবং ইয়াসমিনের মেয়ে রুহি এবং হাসান (৩২) কে হাসপাতালে ভর্তি করা হয়।

চিকিৎসাধীন বাকি চারজনের মধ্যে হাসিন আরা খনমের শরীর ৯৫ শতাংশ এবং হাসানের শরীর ৮৫ শতাংশ দগ্ধ হয়েছে বলে জানিয়েছেন চিকিৎসকরা।

একে//এআর


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি