ঢাকা, শুক্রবার   ২৭ ডিসেম্বর ২০২৪

রাজধানীতে যুবককে কুপিয়ে হত্যা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৮:৫৮, ১ এপ্রিল ২০১৮

রাজধানীর পল্লবীতে মো. রুবেল (৩০) নামে এক যুবককে কুপিয়ে হত্যা করা হয়েছে। গতকাল শনিবার সন্ধ্যায় এ ঘটনা ঘটে। মেডিক্যাল কলেজ হাসপাতাল (ঢামেক) পুলিশ ফাঁড়ির উপ-পরিদর্শক মো. বাচ্চু মিয়া এ ঘটনাটি নিশ্চিত করেছেন।

নিহত রুবেল পেশায় ছিলেন মাংস বিক্রেতা। ময়নাতদন্তের জন্য তার মরদেহ ঢামেক হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

নিহতের ভাই বুলবুল জানান, তাদের বাসা মিরপুর ১১ নম্বর সেকশনের বিহারি ক্যাম্পে। শনিবার সন্ধ্যায় রুবেলের পরিচিত ইমরানসহ ৪/৫ জন তাকে ডেকে নিয়ে এলোপাতাড়ি কুপিয়ে ফেলে রেখে গেলে তাকে উদ্ধার করে ঢাকা ঢামেক হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়। সেখানে চিকিৎসকরা রাত পৌনে ১০টায় রুবেলকে মৃত ঘোষণা করেন। তবে কী কারণে তাকে হত্যা করা হয়েছে তা নিশ্চিত করে জানাতে পারেননি বুলবুল।

একে/


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি