ঢাকা, মঙ্গলবার   ২৪ ডিসেম্বর ২০২৪

জিএএবি এর নতুন কমিটি গঠন

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২৩:০৮, ২ এপ্রিল ২০১৮ | আপডেট: ২৩:৩০, ২ এপ্রিল ২০১৮

গ্রিপস জাপান অ্যালামনাই অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (জিএএবি) এর নতুন কমিটি গঠিত হয়েছে।

সম্প্রতি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যবসা অনুষদের সম্মেলন কক্ষে ১৭ সদস্যের কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়।

জাপান ও বাংলাদেশের মধ্যে শিক্ষা ও গবেষণার ক্ষেত্র সম্প্রসারিত করার লক্ষ্যে এ কমিটি গঠন করা হয়।  

কমিটিতে সভাপতি পদে কমিশনার অব কাস্টমস (প্রাক্তন ডিজি, শুল্ক গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর) ড. মইনুল খান এবং সাধারণ সম্পাদক পদে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অ্যাকউন্ট্যান্সি বিভাগের অধ্যাপক ড. মিজানুর রহমান নির্বাচিত হন।

কমিটির অন্য সদস্যরা হচ্ছেন-সৈয়দ নাসির এরশাদ ও প্রদীপ কুমার মহোত্তম ভাইস-প্রেসিডেন্ট, রিয়াসাদ আল ওয়াসিফ-যুগ্ম সাধারণ সম্পাদক, ড. নুরুল আমিন কোষাধ্যক্ষ, বিধান চন্দ্র সাহা সাংগঠনিক সম্পাদক।

 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি