ঢাকা, মঙ্গলবার   ২৪ ডিসেম্বর ২০২৪

সদরঘাটে লঞ্চের ধাক্কায় নৌকা ডুবিতে দুই যাত্রী নিখোঁজ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০০:০৯, ৩ এপ্রিল ২০১৮

রাজধানীর সদরঘাট লালকুঠি লঞ্চ টার্মিনালে লঞ্চের ধাক্কায় যাত্রীবাহী ডিঙি নৌকা ডুবে যাওয়ার ঘটনা ঘটেছে। ওই নৌকার আট যাত্রীর মধ্যে ছয়জন সাঁতার কেটে তীরে পৌঁছাতে সক্ষম হলেও দুই যাত্রী নিখোঁজ রয়েছেন ।

সদরঘাট নৌ পুলিশের ইনচার্জ শেখ মো. আব্দুর রাজ্জাক গণমাধ্যমকে জানান, সোমবার সন্ধ্যা সোয়া ৬টার দিকে এ ঘটনা ঘটে। 

তিনি আরও জানান, সন্ধ্যা সোয়া ৭টার দিকে সদরঘাটে লালকুঠি টার্মিনাল থেকে খুলনাগামী সরকারি এম ভি বাঙালি লঞ্চের ধাক্কায় ডুবে যায় যাত্রীবাহী ওই ডিঙি নৌকাটি।  খবর পেয়ে নৌ পুলিশের একটি ডুবুরি দল সদরঘাটে নিখোঁজদের উদ্ধারে চেষ্টা করছে। তবে সর্বশেষ রাত সাড়ে ৮টা অবধি নিখোঁজদের খোঁজ মেলেনি।

কেআই/


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি