ঢাকা, বুধবার   ২৫ ডিসেম্বর ২০২৪

ঢামেকে রাজীব, গ্রেপ্তার পলাতক চালক

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২১:৪২, ৪ এপ্রিল ২০১৮

রাজধানীতে দুইটি গণপরিবহনের প্রতিযোগিতার মাঝে পড়ে হাত হাড়ানো রাজীব হোসেনকে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। তিতুমীর কলেজের দ্বিতীয় বর্ষের ছাত্র রাজীবকে শমরিতা হাসপাতাল থেকে আজ বুধবার ঢামেকে নেওয়া হয়েছে।

গতকাল মঙ্গলবার কাওরান বাজার হয়ে বিআরটিসি’র একটি বাসে চড়ে কলেজে যাওয়ার পথে স্বজন পরিবহনের আরেকটি বাসের প্রতিযোগিতায় বাস দুইটি মাঝে পরে গুরুতরভাবে আহত হন রাজীব। ঘটনাস্থলেই শরীর থেকে বিচ্ছিন্ন হয়ে যায় হাত।

দূর্ঘটনার পর পান্থপথের শমরীতা হাসপাতালে ভর্তি করা হয়েছিল রাজীব হোসেনকে। বর্তমানে ঢামেকের ১০১ নম্বর ওয়ার্ডের ১২ নম্বর বিছানায় আছেন রাজীব।

রাজিবের মামা জাহিদুল ইসলাম গণমাধ্যমকে বলেন, “সে কথা বলছে। সে বুঝতে পারছে তার ডান হাত নেই। বাম হাত দিয়ে ক্ষতস্থান ধরে শুধু বলছে ব্যান্ডেজ খুলে দিতে। আর চোখ দিয়ে খালি পানি পড়ছে।”

বেসরকারি হাসপাতালটিতে চিকিৎসা ব্যয় বহন সম্ভব না হওয়ায় সরকারি ঢাকা মেডিক্যালে নেওয়া হয় বলে জাহদ জানিয়েছেন।

তিনি বলেন, “শমরিতা হাসপাতালের ব্যয়ভার বহন করা আমাদের পক্ষে সম্ভব না।”

শমরিতা হাসপাতাল সূত্রে জানা যায়, রাজীবের চিকিৎসা বাবদ বিল হয়েছে ১ লাখ ২৬ হাজার ৯০০ টাকা। এর মধ্যে ৩৫ হাজার টাকা রাজীবের পরিবার পরিশোধ করেছে। ছাড় দিয়ে এখন বকেয়া আছে ৭৩ হাজার টাকা।

এদিকে দুর্ঘটনার পরপর বাস রেখে পালিয়ে যাওয়া স্বজন পরিবহনের চালক মোরশেদ আলমকে আজ বুধবার গ্রেফতার করেছে পুলিশ। শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল হাসান বিষয়টি নিশ্চিত করেন।

ঘটনার পরপরই গ্রেফতার করা হয়েছিল বিআরটিসি’র চালক ওয়াহিদকে। সেইসাথে আজ বাসটির ইজাদারকেও গ্রেফতার করেছে পুলিশ। আগামীকাল তাদেরকে আদালতে পাঠানো হবে বলে জানিয়েছে পুলিশ।

//এস এইচ এস//টিকে 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি