ঢাকা, বৃহস্পতিবার   ২৬ ডিসেম্বর ২০২৪

রাজীবের চিকিৎসায় মেডিকেল বোর্ড গঠন (ভিডিও)

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৫:২৫, ৫ এপ্রিল ২০১৮ | আপডেট: ১৬:২২, ৫ এপ্রিল ২০১৮

দুই বাসের রেষারেষিতে হাত হারানো কলেজ ছাত্র রাজীব হোসেনের চিকিৎসা ব্যয় সরকার বহন করবে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম। সকালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রাজীবকে দেখতে এসে মন্ত্রী বলেন, রাজীবের জন্য চাকরিরও ব্যবস্থা করা হবে। এদিকে রাজীবের চিকিৎসার জন্য সাত সদস্যের মেডিকেল বোর্ড গঠন করা হয়েছে।

গত মঙ্গলবার রাজধানীর বাংলামোটরে দুই বাসের রেষারেষিতে হাত হারান কলেজ ছাত্র রাজীব হোসেন। ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে তাঁর চিকিৎসা চলছে। তাঁর চিকিৎসায় এরইমধ্যে গঠন করা হয়েছে ৭ সদস্যের মেডিকেল বোর্ড। চিকিৎসকরা বলছেন, রাজীবের অবস্থা এখনো শঙ্কামুক্ত নয়।

রাজীবকে দেখতে হাসপাতালে যান স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম। তার চিকিৎসার খোজ খবর নেন তিনি। পরে সাংবাদিকদের জানান রাজীবের চিৎিসার সব ব্যায় বহন করবে সরকার। চাকরির ব্যবস্থাও করা হবে।

রাজীব আহতের ঘটনায় এ পর্যন্ত দুইজন আটক হয়েছে।


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি