ঢাকা, বৃহস্পতিবার   ২৬ ডিসেম্বর ২০২৪

রাজধানীতে বাস চাপায় আহত আয়েশার অবস্থা সঙ্কটাপন্ন

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২১:৪৮, ৬ এপ্রিল ২০১৮

রাজধানীর নিউমার্কেট এলাকায় দুই বাসের চাপায় আহত আয়েশা খাতুনের শারীরিক অবস্থা সঙ্কটাপন্ন বলে জানিয়েছেন চিকিৎসকরা। অস্ত্রপচার শেষে তাকে নিবির পর্যবেক্ষণ কেন্দ্রে রাখা হয়েছে।

চিকিৎসকরা জানান, সফলভাবে অস্ত্রপচার সম্পন্ন হলেও আয়েশার স্বাভাবিক জীবন ফিরে পাওয়ার সম্ভাবনা খুবই কম।

এদিকে দুর্ঘটনার সুষ্ঠু বিচারের দাবি জানিয়েছেন আয়েশার স্বজনরা। আয়েশার স্বামী বাদী হয়ে নিউমার্কেট থানায় মামলা দয়ের করেছেন।

জানা গেছে, বৃহস্পতিবার বিকেলে রিক্সায় স্কুল থেকে মেয়েকে নিয়ে বাসায় ফিরছিলেন আয়েশা খাতুন। নিউমার্কেট এলাকায় বাস চালকদের অসুস্থ প্রতিযোগিতায় বিকাশ পরিবহনের  দুই বাসের চাপায় আহত হন আয়েশা খাতুন।

স্থানীয়দের সহযোগিতায় তাকে নেওয়া হয় ধানমন্ডির ল্যাবএইড হাসপাতালে। তাৎক্ষণিকভাবে তার শরীরে অস্ত্রপচার করা হয়। তবে, চিকিৎসকরা জানিয়েছেন, আয়েশা শঙ্কামুক্ত নয়। দীর্ঘ সময় ধরে তার চিকিৎসা চালিয়ে যেতে হবে।

এদিকে আয়েশার এমন অবস্থা মেনে নিতে পারছেন না পরিবার। ঘটনার সুষ্ঠু বিচারের দাবি জানিয়েছেন তার স্বজনরা।

এ ঘটনায় দুই বাস চালককে আসামী করে নিউমার্কেট থানায় মামলা হয়েছে। একজন ঘটনার পরপর আটক হলেও পলাতক অন্য চালককে আটকের চেষ্টা চলছে বলে জানিয়েছে পুলিশ।

আর/টিকে


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি