ঢাকা, শুক্রবার   ২৭ ডিসেম্বর ২০২৪

গুলশান শপিং সেন্টারে আগুন 

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২০:২০, ৮ এপ্রিল ২০১৮ | আপডেট: ২০:২২, ৮ এপ্রিল ২০১৮

রাজধানীর গুলশানে আগুন লাগার ঘটনা ঘটেছে। ডিএনসিসি মার্কেটের পাশে গুলশান শপিং সেন্টারে আগুন লেগেছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন। রোববার সন্ধ্যা ৭টা ২৪ মিনিটে আগুনের সূত্রপাত হয়।  

ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষের কর্তব্যরত কর্মকর্তা (পরিদর্শক) আতাউর রহমান একুশে টিভি অনলাইনকে আগুন লাগার বিষয়টি নিশ্চিত করেছেন। 

তিনি জানান, আগুন নিয়ন্ত্রণে আনার জন্য ফায়ার সার্ভিসের ৫টি ইউনিট কাজ করে। ইতিমধ্যে আগুন নিয়ন্ত্রনে চলে  এসেছে। তবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ এখন পর্যন্ত জানা যায়নি বলে জানান তিনি। 

এমএইচ/এসি  


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি