ঢাকা, রবিবার   ২৯ ডিসেম্বর ২০২৪

তারেক পরিস্থিতি জানতে চেয়েছেন : মামুন আহমেদ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৬:৩৪, ১২ এপ্রিল ২০১৮

কোটা সংস্কার আন্দোলন নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) বিএনপিপন্থী এক শিক্ষকের সঙ্গে দেশের বাইরে থাকা দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের কথোপকথনের একটি অডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে। বুধবার রাতে তারেক রহমান লন্ডন থেকে টেলিফোনে কথা বলেছেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা কাউন্সিলের সদস্য ও জাতীয়তাবাদী সাংস্কৃতিক সংসদ (জাসাস) সভাপতি, ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শিক্ষক সমিতির সাবেক সাধারণ সম্পাদক অধ্যাপক মামুন আহমেদের সঙ্গে।

তারেক রহমানের সঙ্গে কথোপকথনের বিষয়টি গণমাধ্যমের কাছে স্বীকার করেছেন অধ্যাপক মামুন আহমেদ। তিনি বলেন, তারেক রহমানের সঙ্গে আমার কথা হয়েছে। 

এরই পরিপ্রেক্ষিতে বিশ্ববিদ্যালয়ের সাদা দলের পক্ষ থেকে কোটা সংস্কারের আন্দোলনে সমর্থন জানানো হয় বলে জানান মামুন আহমেদ। তিনি গণমাধ্যমকে বলেন, ‘ছাত্র-ছাত্রীদের যে দাবি, সেটা যৌক্তিক। কোটা সংস্কারের এই দাবিটা যৌক্তিক হিসেবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরিবারের সবাই বিবেচনা করেন।’

তিনি আরও বলেন, ‘বিশ্ববিদ্যালয়ের শিক্ষক সমিতি এই দাবির প্রতি সমর্থন জানিয়ে বিবৃতি দিয়েছেন। ঢাবি পরিবারের সদস্যদের প্রধান হিসেবে উপাচার্যও বিবৃতি দিয়েছেন। তার মানে হচ্ছে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরিবারের সদস্য হিসেবে সবাই যেমন সাপোর্ট করে, ঠিক তেমনি পরিবারের একজন সদস্য হিসেবে আমিও সেটা সাপোর্ট করি।’

ঢাবির এই শিক্ষক বলেন, তারেক রহমান যখন আমাদের ফোন করেছেন, তখন তিনি জানতে চেয়েছেন, পরিস্থিতি কী। আমিও একই কথা বলেছি যে, আমরা সাপোর্টিভ এর প্রতি। তো, শিক্ষক সমিতি যেমন অর্গানাইজডওয়েতে সাপোর্ট করেছে, ঢাকা বিশ্ববিদ্যালয়ে সাদা দল কার্যকর আছে, সাদা দলের পক্ষ থেকেও অর্গানাইজডওয়েতে আমরা বিবৃতি দিয়েছি আজ। বলেছি, আমরাও এই দাবির সঙ্গে আছি। দাবি যৌক্তিক। যৌক্তিক দাবির প্রতি আমরা সমর্থন জানাচ্ছি।

তারেক-মামুনের কথপকথনের অডিও


Ekushey Television Ltd.

© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি