ঢাকা, বুধবার   ০৮ জানুয়ারি ২০২৫

ইয়াবা ব্যবসায়ীদের গুলিতে ৩ পুলিশ আহত

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৯:১২, ১৯ এপ্রিল ২০১৮

রাজধানীর গেন্ডারিয়া এলাকায় ইয়াবা ব্যবসায়ীদের গুলিতে তিন পুলিশ সদস্য আহত হয়েছেন। বৃহস্পতিবার বিকেল সাড়ে ৪টায় ঘুন্ডিঘোর শেলটেক গলির একটি বাসায় অভিযানের সময় গুলি ছোড়ে মাদক ব্যবসায়ীরা।
অভিযানে অংশ নেওয়া গেন্ডারিয়া থানার দুই এএসআই ও এক কনস্টেবল গুলিবিদ্ধ হন। তাদের স্থানীয় আজগর আলী হাসপাতালে নেওয়া হয়েছে।
এ ঘটনার সত্যতা নিশ্চিত করে গেন্ডারিয়া থানার ওসি কাজী মিজানুর রহমান গণমাধ্যমকে বলেন, গোপন সংবাদ ছিল ইয়াবার একটি বড় চালান নিয়ে আসা হচ্ছে। এ লক্ষে ঘুন্ডিঘোর শেলটেক গলির একটি বাসায় অভিযানে যায় পুলিশ সদস্যরা।
তবে মাদক ব্যবসায়ীরা পুলিশের উপস্থিতি পেয়ে টের পেয়ে গুলি ছোড়ে। পরে পুলিশও পাল্টা গুলি ছোড়ে।
তিনি বলেন, ইয়াবা ব্যবসায়ীদের গুলিতে গেন্ডারিয়া থানার টহলরত এক এএসআই এর পায়ে আরেক এএসআই এবং এক কনস্টেবলের হাতে গুলি লাগে।
ঘটনাস্থল থেকে এক নারী ইয়াবা ব্যবসায়ীকে আটক করা হয়েছে। এসময় বাসাটি থেকে বিপুল পরিমাণ ইয়াবা জব্দ করা হয়েছে বলেও জানান ওসি।
তিনি জানান, এ ঘটনার পর পলাতক ইয়াবা ব্যবসায়ীদের ধরতে ইতোমধ্যে অভিযান শুরু করেছে পুলিশ।

আর


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি