ঢাকা, বৃহস্পতিবার   ০৯ জানুয়ারি ২০২৫

বৈশাখী ঝড়ে চলন্ত বাসের উপর ভেঙ্গে পড়লো গাছ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৯:৪৫, ২২ এপ্রিল ২০১৮

রাজধানীতে বৈশাখী ঝড়ের তাণ্ডবে বেশ কয়েকটি গাছ ভেঙ্গে পড়েছে। নগরীর ধানমণ্ডি এলাকায় একটি চলন্ত বাসের উপর গাছ ভেঙ্গে পড়ার ঘটনায় অন্তত তিনজন আহত হয়েছেন।

প্রত্যক্ষদর্শী ও ফায়ার সার্ভিসের কর্মীদের সঙ্গে কথা বলে জানা গেছে, সন্ধ্যা ৬টার দিকে নগরীতে ঝড়ো বৃষ্টি শুরু হয়। এতে নগরীর ধানমণ্ডি এলাকায় চলন্ত একটি বাসের উপর গাছ ভেঙ্গে পড়লে তিন যাত্রী আহত হন।

ওই বাসের যাত্রী ঢাকা কলেজের শিক্ষার্থী সোহেল জানান, ‘সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ধানমণ্ডি-মোহাম্মদপুর রুডে এ দুর্ঘটনা ঘটে। এতে তিন যাত্রী আহত হয়েছেন। আহতদের স্থানীয় হাসপাতাল নেওয়া হয়েছে’।


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি