ঢাকা, শুক্রবার   ১০ জানুয়ারি ২০২৫

রাজধানীতে দুই বাসের সংঘর্ষে নিহত ১

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৮:৪৬, ২৩ এপ্রিল ২০১৮ | আপডেট: ১৬:৫০, ২৪ এপ্রিল ২০১৮

রাজধানীর পল্টনে যাত্রীবাহী দুই বাসের ধাক্কায় মিজান কাজী (৪০) নামে এক ব্যক্তি মারা গেছেন। এ ঘটনায় অাহত হয়েছেন আরও সাতজন যাত্রী। তাদেরকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে। আজ সোমবার ভোর সাড়ে ৪টার দিকে পল্টন মোড় এলাকায় যাত্রাবাড়ী-গাবতলী রুটের চলাচলকারী ৮নং পরিবহন ও সদরঘাট-মিরপুর রুটে চলাচলকারী শিখর পরিবহণ বাসের মুখোমুখি ধাক্কায় এ ঘটনা ঘটে।


গুরুত্বর আহত অবস্থায় আটজনকে ঢাকা মেডিকেল হাসপাতালে নেওয়া হলে কাজী মিজান নামে একজনকে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

নিহত মিজানের গ্রামের বাড়ি চাঁদপুর সদরের তারাপুর কান্দি এলাকায়। বাবার নাম মৃত গফুর কাজী।

এ ঘটনায় আহতরা হলেন- মো. সালাউদ্দিন (২০), মো. শাকিব (২০), রিফাত (২২), জয়নাল (৫০) বাবু (২১), সুদীত চন্দ্র (২৫), মরণ চাঁদ (২৬)।

ঢামেক ক্যাম্প পুলিশের ইনচার্জ বাচ্চু মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আহতদেরকে জরুরি বিভাগে চিকিৎসা দেওয়া হচ্ছে। তাদের মধ্যে তিনজনের অবস্থা আশঙ্কাজনক। নিহত মিজানের মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।

এসএইচ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি