ঢাকা, শুক্রবার   ১০ জানুয়ারি ২০২৫

মৃত্যু ঘোষিত শিশুটি আশঙ্কামুক্ত নয়, তদন্ত কমিটি [ভিডিও]

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২২:৩৩, ২৩ এপ্রিল ২০১৮ | আপডেট: ১৬:৫০, ২৪ এপ্রিল ২০১৮

কবরস্থান থেকে বেঁচে আসা শিশু মীমের শারীরিক অবস্থা ভালো নয় বলে জানিয়েছেন ঢাকা শিশু হাসপাতালের চিকিৎসকরা। ওজন কম এবং স্বাভাবিকভাবে শ্বাস-প্রশ্বাস নিতে না পারায় শিশুটি আশঙ্কামুক্ত নয়।

মীম, পৃথিবীর আলোতে চোখ মেলে তাকানোর আগেই চিকিৎসকরা মৃত ঘোষণা করে তাকে। সোমবার সকালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে জন্ম হয় তার। মৃত ঘোষণার পর আজিমপুর কবরস্থানে দাফনের জন্য নিলে গোসলের সময় নড়েচড়ে উঠে মীম।

প্রাণের অস্তিত্ব টের পেয়ে শিশুটির মামা শরীফুল ইসলাম প্রথমে তাকে আজিমপুর মাতৃসদনে নিয়ে যায়। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে নেওয়া হয় ঢাকা শিশু হাসপাতালে। সেখানে আইসিইউতে রাখা হয়েছে তাকে।

এ’ বিষয়ে শিশু হাসপাতালের পরিচালক আব্দুল আজিজ বলেন, মীমের শারীরিক অবস্থা ভালো নয়, বাঁচার আশা ক্ষীণ। তারপরও তাকে সুস্থ করে তোলার চেষ্টা চালিয়ে যাচ্ছেন তারা।

এদিকে, মৃত ঘোষিত শিশু জীবিত হওয়ার ঘটনায় তদন্ত কমিটি গঠন করেছে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল কর্তৃপক্ষ।

// আর//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি