ঢাকা, শনিবার   ১১ জানুয়ারি ২০২৫

ফুটওভার ব্রিজ ব্যবহারে দুই সিটির বিশেষ উদ্যোগ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৫:৫৯, ২৮ এপ্রিল ২০১৮

রাজধানীর ফুটওভার ব্রিজ ব্যবহার ও পরিস্কার রাখতে জনসচেতনতা বাড়াতে  ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশন ‘সড়ক দুর্ঘটনা রোধে ট্রাফিক ব্যবস্থাপনা ও নাগরিক উদ্বুদ্ধকরণ’নামক এক বিশেষ কর্মসূচি নিয়েছে। আজ শনিবার বেলা ১১টায় শাহবাগে জাতীয় জাদুঘরের সামনে ডিএসসিসি মেয়র সাঈদ খোকন ও সকাল ১০টায় ফার্মগেট এলাকায় ডিএনসিসির ভারপ্রাপ্ত মেয়র ওসমান গণি সচেতনতামুলক কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করেন। সচেতনতা মুলক কর্মসূচিটি এপ্রিলের ২৮ এবং মে মাসের ৫ ও ১২ তারিখ পালিত হবে।

কর্মসূচি উদ্ধোধনকালে দক্ষিণ সিটি মেয়র সাঈদ খোকন বলেন, সাম্প্রতিক সময়ে সড়ক দুর্ঘটনা আশঙ্কাজনক হারে বেড়েছে, বেপরোয়া গাড়ির চালক ও নাগরিক অসচেতনতাই সড়ক দুর্ঘটনার অন্যতম কারণ। এ দুর্ঘটনা রোধে আইনের কঠোর প্রয়োগ হবে। মেয়র বলেন, সড়ক দুর্ঘটনা রোধে আইনের কঠোর থেকে কঠোরতর প্রয়োগ করতে চাই। সিটি করপোরেশনের পক্ষ থেকে মাঝে মাঝে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। কিন্তু সম্প্রতি সময়ে কয়েকটি মর্মান্তিক সড়ক দুর্ঘটনা আমাদের বিবেককে নাড়া দিয়েছে।সড়ক দুর্ঘটনায় মৃত্যু, আহত, নিহতের সংখ্যা অনেক বেশি, সেটা অনেকটাই আমাদের অগোচরে চলে যায়।

কিছুদিন আগে দু’টি বাসের সংঘর্ষে এক নাগরিকের হাত হারিয়ে শেষ পর্যন্ত মৃত্যু হয়েছে। তার কয়েকদিন যেতে না যেতেই আবার সড়ক দুর্ঘটনা। সড়ক দর্ঘটনা অত্যন্ত আশঙ্কাজনক হারে বেড়ে গেছে। চালকদের কাণ্ডজ্ঞান যানবাহন চালানোকে দায়ী করে সাঈদ খোকন বলেন, ঢাকা শহরে যারা বাস চালাচ্ছেন তাদের অধিকাংশের বয়সই ১২ থেকে ১৪ বছরের মধ্যে। অনেকের ড্রাইভিং লাইসেন্স নেই। ছোট ছোট ছেলেরা বেপরোয়াভাবে বাস চালাচ্ছে। এর ফলেই দুর্ঘটনা ঘটছে।

বাসের সুপারভাজার ও চালকের সহকারীদের আচরণে প্রতিনিয়ত যাত্রীরা হয়রানির মুখোমুখি হতে হচ্ছে। এজন্য আমাদের আরও অনেক বেশি কঠোর হতে হবে। আমরা সমন্বিতভাবে এটাকে মোকাবেলা করতে চাই। কর্মসূচির বিষয় তিনি বলেন, রাজধানীর বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্টে পাশে ফুটওভার ব্রিজ থাকা সত্ত্বেও রাস্তা দিয়েই পার হচ্ছেন পথচারীরা। কিছুসংখ্যক ছাড়া অধিকাংশ পথচারীই ঝুঁকি নিয়ে রাস্তা পার হতে গিয়ে দুর্ঘটনার শিকার হচ্ছেন। নারী, শিশু, শিক্ষার্থী, রোগী এমনকি আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরাও হেঁটে রাস্তা পার হন। রাজধানীর শাহবাগ, ফার্মগেট, বনানী, ধানমন্ডি, মিরপুর, উত্তরাসহ অনেক স্থানেই এ চিত্র লক্ষ করা যায়।  ঝুঁকিপূর্ণ রাস্তা পারাপারে রাজধানীর বিভিন্ন পয়েন্টে ফুটওভার ব্রিজ তৈরি হলেও এর ব্যবহারে নগরবাসীর অনীহা। সড়ক দুর্ঘটনা কমাতে এবং জনসচেতনতা বাড়াতে দুই সিটি কর্পোরেশন এমন উদ্যোগ নিয়েছে।

সিটি কর্পোরেশন সূত্রে জানা যায়,  ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি কর্পোরেশনের ফুটওভার ব্রিজ রয়েছে ৮২ টি, আন্ডার পাস রয়েছে ৩টি। ফুটওভার ব্রিজ ও আন্ডার পাস ব্যবহারে ও পরিস্কার রাখতে সচেতনতা বাড়াতে দুই সিটি কর্পোরেশন বিশেষ উদ্যোগ নিয়েছে। এ উদ্যোগ বাস্তবায়নে ডিএসসিসি ৬৬০ ও ডিএনসিসি ৯০০ জনকে রোবার স্কাউটকে প্রশিক্ষণ দিয়েছে। লিফলেট বিতরণ ছাড়াও প্রত্যেকটি ওভার ব্রিজে ২০ জন করে রোবার স্কাউট সদস্য থাকবে। এছাড়া একজন করে ইন্সপেক্টর তদারকির দায়িত্বে থাকবে। থাকবে ৬ জন করে পরিচ্ছন্নকর্মী থাকবে। এছাড়াও নৌ ও বিমানবাহিনীর ক্যাডেট এবং সিটি কর্পোরেশনের বিভাগী প্রধানরা উপস্থিত থাকবেন  এ কর্মসূচি সকাল ৯টা থেকে দুপুর ২টা পর্যন্ত চলবে। এসময় স্কাউটের ১৩শ কর্মী কাজ করবে বলে জানান ডিএনসিসির জনসংযোগ কর্মকর্তা এ এইচ এম মামুন।

 টিআর/ এআর


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি