ঢাকা, রবিবার   ১২ জানুয়ারি ২০২৫

রাজধানীতে সড়ক দুর্ঘটনায় নিহত ১

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৯:৩২, ৪ মে ২০১৮ | আপডেট: ১৩:০৫, ৪ মে ২০১৮

রাজধানীতে পৃথক সড়ক দুর্ঘটনায় শাওন (১৮) নামে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ১৩ জন। আজ শুক্রবার ভোরে আরামবাগ ও যাত্রাবাড়ী এলাকায় দুর্ঘটনাগুলো ঘটে। নিহত শাওন ফকিরাপুলের আরামবাগ এলাকার লিটন মিয়ার ছেলে বলে জানা গেছে।

জানা গেছে, আরামবাগ মোড় এলাকায় রাস্তা পারাপারের সময় একটি পিকআপ শাওনকে ধাক্কা দিলে তিনি গুরুতর আহত হন। পরে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে নেওয়া হয। সেখানে চিকিৎসক ভোর ৪টার দিকে মৃত ঘোষণা করেন।

এদিকে, যাত্রাবাড়ী মাতুয়াইল মৃধা বাড়ি এলাকায় রাস্তায় থেমে থাকা একটি ক্র্যানের (গাড়ি বহনকারী) সঙ্গে একটি লেগুনার ধাক্কা লেগে লেগুনার ১৩ যাত্রী আহত হন। পরে সংবাদ পেয়ে দ্রুত ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে তাদের উদ্ধার করে ঢামেকে নিয়ে যান।

ফায়ার সার্ভিস সদর দফতরের ডিউটি অফিসার রাসেল শিকদার জানান, আহত ১৩ জনের মধ্যে দুইজনের (মামুন ও অজ্ঞাতপরিচয়) অবস্থা গুরুতর। তারা হাসপাতালে চিকিৎসাধীন।

একে// এসএইচ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি