ঢাকা, রবিবার   ১২ জানুয়ারি ২০২৫

কেরানীগঞ্জে ছেলের বিরুদ্ধে মাকে খুনের অভিযোগ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৩:০৪, ৪ মে ২০১৮ | আপডেট: ১৩:০৬, ৪ মে ২০১৮

ঢাকার কেরানীগঞ্জে ছেলের ছুরিকাঘাতে সাহিদা খাতুন নামে এক মা খুন হয়েছেন বলে অভিযোগ উঠেছে। হত্যার পর পালানোর সময় হাতেনাতে ঘাতক তাজুল ইসলাম মন্ডলকে স্থানীয়রা আটক করে। শুক্রবার ভোর রাতে ঢাকার কেরানীগঞ্জে জিনজিরা ইউনিয়নের মডেল টাউন এলাকায় এ ঘটনা ঘটে।

উপস্থিত জনতা ঘাতক তাজুল ইসলামকে আটক করে পিটুনি দিলে পুলিশ খবর পেয়ে তাদের কাছ থেকে তাজুলকে উদ্ধার করে থানায় নিয়ে যায়।

নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

কেরানীগঞ্জ থানার ওসি শাকের মোহাম্মদ যুবায়ের বলেন, ঘাতক তাজুল ইসলাম একজন মাদকসেবী। মায়ের কাছ থেকে টাকা চেয়ে না পেয়ে তাকে ছুরিকাঘাত করে।

আরকে// এসএইচ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি