ঢাকা, মঙ্গলবার   ১৪ জানুয়ারি ২০২৫

ধানমণ্ডিতে গাছ চাপায় প্রকৌশলীর মৃত্যু

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১২:৪৩, ১১ মে ২০১৮

রাজধানীর ধানমণ্ডির সুধাসদনের বিপরীত পাশের রাস্তা দিয়ে হেঁটে যাওয়ার সময় একটি কৃষ্ণচূড়া গাছ ভেঙে পড়ে একজন মারা গেছেন। নিহত ব্যক্তির নাম মোস্তাফিজুর রহমান।  তিনি  প্রধানমন্ত্রীর কার্যালয়ে   প্রকৌশলী হিসেবে কর্মরত ছিলেন।

আজ শুক্রবার সকাল পৌনে ১০টার দিকে এ ঘটনা ঘটে। মৃত ব্যক্তির কাছে থাকা ভিজিটিং কার্ড দেখে নাম ও পরিচয় পাওয়া গেছে।

ধানমন্ডি থানার উপ-পরিদর্শক (এসআই) খাইরুল ইসলাম এ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেছেন, মৃতদেহ থানায় নিয়ে যাওয়া হয়েছে। এ বিষয় আরও বিস্তারিত জানার চেষ্টা চলছে।

 টিআর/ এসএইচ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি