ঢাকা, বুধবার   ১৫ জানুয়ারি ২০২৫

কেমিকেল মেশানো ৪০০ মণ আম ধ্বংস [ভিডিও]

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৬:২৮, ১৫ মে ২০১৮ | আপডেট: ১৬:৫৯, ১৫ মে ২০১৮

রাজধানীর কারওয়ান বাজারে অভিযান চালিয়ে রাসায়নিক উপাদান দিয়ে পাকানো ৪০০ মণ আম জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত। সে সময় এসব আমে ক্ষতিকর রাসায়নিক উপাদান মেশানোর অভিযোগে ৮ জনকে বিভিন্ন মেয়াদে সাজা দেয়া হয়। র‌্যাব জানিয়েছে, নিষেধাজ্ঞা থাকা সত্তেও রমজান উপলক্ষে অপরিপক্ক আম মেডিসিন দিয়ে পাকিয়ে মুনাফা লাভের চেষ্টা করছে অসাধু ব্যবসায়ীরা।

জানা যায়, মঙ্গলবার সকালে রাজধানীর কাওরান বাজারে ফলের আড়তে যৌথ অভিযান চালায় র‌্যাব, বিএসটিআই ও সিটি কর্পোরেশন। এসময় কেমিকেল দিয়ে পাকানো চারশ মণ আম জব্দের পর ধংস করা হয়।

এদিকে কেমিকেল দিয়ে আম পাঁকানোর অভিযোগ অস্বীকার করে আড়ত মালিকরা বলছেন, যেখান থেকে আম আমদানী করেন তারা, সেখানেই এই কেমিকেল ব্যবহার করা হয় । ক্ষতিকর রাসায়নিক উপাদান ইথুপেন দিয়ে পাঁকানো আম মানব স্বাস্থ্যের জন্য মারাত্বক ক্ষতিকর বলে জানান বিএসটিআই কর্মকর্তা শরিফ হোসেন।

এদিকে র‌্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট সারওয়ার আলম জানান, রমজানে ভেজাল খাদ্যের বিরুদ্ধে তাদের অভিযান অব্যহত থাকবে। ক্যামিকেল দিয়ে পাঁকানো আম না খাওয়ার জন্য সাধারণ ভোক্তাদের অনুরোধ করেছেন র‌্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট সারওয়ার আলম।

একুশে টেলিভিশন/ এমজে

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি