ঢাকা, বৃহস্পতিবার   ১৬ জানুয়ারি ২০২৫

বংশালে জুতা কারখানায় আগুন, দগ্ধ ৪

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৭:৪৯, ১৯ মে ২০১৮

রাজধানীর বংশালে আগামাসি লেন মসজিদের পাশে একটি জুতার কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে চারজন দগ্ধ হয়েছেন। এদের মধ্যে একজন অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।
শুক্রবার দিনগত রাত ২টার দিকে অগ্নিকাণ্ডের সংবাদ পেয়ে ফায়ার সদর দপ্তর থেকে ছয়টি ইউনিট ঘটনাস্থলে ছুটে যায়। তারা আগুন নেভানোর চেষ্টা করে। রাত ৩টা নাগাদ আগুন নিয়ন্ত্রণে এলেও পুরোপুরি নেভেনি।
ফায়ার সার্ভিস সদর দপ্তর সূত্রে জানা গেছে, একটি ভবনে জুতার কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে বলে তারা জানতে পেরেছেন। চারজনকে দগ্ধ অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে পাঠানো হয়েছে।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ উপপরিদর্শক (এসআই) বাচ্চু মিয়া জানান, আগামাসি লেনে আগুনের ঘটনায় আহতরা বার্ন ইউনিটে চিকিৎসাধীন রয়েছেন।

এসএ/

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি