ঢাকা, বুধবার   ০৪ ডিসেম্বর ২০২৪

বিআইএএ’র প্রাক্তন সভাপতি ফজলুর রহমানের ইন্তেকাল

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২০:২২, ২০ মে ২০২০

মরহুম আহমেদ ফজলুর রহমান বাহার

মরহুম আহমেদ ফজলুর রহমান বাহার

বাংলাদেশ ইন্ডেনটিং এজেন্টস এসোসিয়েশন (বিআইএএ)-এর প্রাক্তন সভাপতি আহমেদ ফজলুর রহমান বাহার (৮৪) আর নেই। মঙ্গলবার (১৯ মে) ভোর সাড়ে ৪টায় সিদ্ধেশ্বরীস্থ নিজ বাসভবনে বার্ধক্যজনিত কারণে তার মৃত্যু হয় (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

জনাব রহমান অষ্ট্রিয়ার ডেপুটি অনারারী কনস্যাল হিসাবে দায়িত্ব পালন করেছেন। তিনি লিবার্টি ইন্টারন্যাশনাল এর স্বত্ত্বাধিকারী ছিলেন, ফেডারেশন অব বাংলাদেশ চেম্বারস অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রির (BCCI)-এর সদস্য ছিলেন এবং বাংলাদেশ-মালয়েশিয়া চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রির প্রাক্তন পরিচালক ছিলেন। 

এছাড়াও তিনি লায়ন্স ক্লাব এবং নানাবিধ সামাজিক সংগঠনের সাথে সম্পৃক্ত ছিলেন। প্রয়াত ফজলুর রহমান ইন্টারন্যাশনাল চেম্বার অব কমার্স-বাংলাদেশ এর সভাপতি মাহবুবুর রহমানের বড় ভাই।

মঙ্গলবার জোহরের নামাজের পর সিদ্ধেশ্বরীতে মরহুমের নামাজে জানাযা শেষে বনানী কবরস্থানে তাঁকে দাফন করা হয়। তিনি দুই পুত্র, দুই কন্যা, নাতি-নাতনিসহ অসংখ্য আত্মীয়-স্বজন, বন্ধুবান্ধব এবং গুণগ্রাহী রেখে গেছেন।

এনএস/


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি