ঢাকা, বুধবার   ২৫ ডিসেম্বর ২০২৪

এখনও রাজধানী ছাড়ছে মানুষ, মহাসড়কে নেই যানবাহনের চাপ

গাজীপুর প্রতিনিধি 

প্রকাশিত : ১২:১৯, ২৪ মে ২০২০

প্রিয়জনদের সঙ্গে ঈদ করতে এখনও রাজধানী ছাড়ছেন মানুষ। এতে করে গাজীপুরের ঢাকা-টাঙ্গাইল ও ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে নেই যানবাহনের চাপ। গত কয়েক দিনের তুলনায় কমেছে মানুষের আনাগোনা। 

সরেজমিন ঘুরে দেখা যায়, শেষ সময়ে এসে অনেকেই প্রাইভেটকার, মাইক্রোবাস, সিএনজি অটোরিকশা, ব্যাটারি চালিত অটোরিকশাসহ হালকা যানবাহনে ফিরছেন গ্রামের বাড়িতে। 

যাত্রীদের অভিযোগ, করোনার কারণে গণপরিবহন বন্ধ থাকায় কয়েকগুণ বেশি ভাড়া দিয়ে তাদের যেতে হচ্ছে। ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের চন্দ্রা এলাকায় ও ময়মনসিংহ মহাসড়কে টঙ্গী, চান্দনা চৌরাস্তাসহ বিভিন্ন পয়েন্টে মানুষের উপস্থিতি আগের তুলনায় কমেছে। 

এ ক্ষেত্রে মানা হচ্ছেনা স্বাস্থ্যবিধি ও সামাজিক দূরত্ব। গাদাগাদি করে একসঙ্গে বাড়ি ফিরছেন যাত্রীরা।

অন্যদিকে, ঢিলেঢালা অবস্থায় দায়িত্ব পালন করে যাচ্ছেন নিরাপত্তা বাহিনীর সদস্যরা। যাত্রীদের নিরাপত্তায় বিভিন্ন পয়েন্টে চেকপোস্ট বসিয়েছে পুলিশ। 

এআই/এসএ/
 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি