ঢাকা, বৃহস্পতিবার   ২৩ জানুয়ারি ২০২৫

ঢাকায় দুই প্রাইভেটকারের সংঘর্ষে নিহত ৩

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০২:২১, ২৫ মে ২০২০

রাজধানী ঢাকার দারুস সালাম থানার কল্যাণপুর এলাকায় দুই প্রাইভেটকারের সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরও তিনজন।

রোববার রাত ১১টার দিকে দারুস সালামে খালেক পেট্রোল পাম্পের পূর্বপাশে সড়কে এ দুর্ঘটনা ঘটে।

দারুস সালাম থানার ওসি তোফায়েল আহমেদ বলেন, একটি নষ্ট প্রাইভেটকার এর চালক ও আরও কয়েকজন ঠেলে নিচ্ছিল। পেছন দিক থেকে একটি প্রাইভেটকার এসে সামনের নষ্ট প্রাইভেটকারকে ধাক্কা দেয়। এতে যারা ধাক্কা দিচ্ছিল তারা এবং ওই নষ্ট প্রাইভেটকারকার চালক গুরুতর আহত হন।

তাদেরকে উদ্ধার করে সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নিলে চিকিৎসক তিনজনকেই মৃত ঘোষণা করেন।

ওসি বলেন, আহত বাকিদের খোঁজ নিচ্ছে পুলিশ। যারা প্রাইভেটকারটি ধাক্কা দিচ্ছিলেন, তারা ফুটপাতে থাকা ভাসমান মানুষ বলে পুলিশের ধারণা।

নিহত কারও পরিচয়ই পাওয়া যায়নি। গাড়ি দুটি পুলিশ জব্দ করেছে।

এমবি//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি