ঢাকা, সোমবার   ২৩ ডিসেম্বর ২০২৪

ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের পিআরও হলেন আবু নাছের

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১১:০২, ৪ জুন ২০২০

বাংলাদেশ বেতারের সহকারী পরিচালক মো. আবু নাছেরকে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) জনসংযোগ কর্মকর্তা (পিআরও) নিয়োগ করা হয়েছে।

জনপ্রশাসন মন্ত্রণালয় বিসিএস তথ্য (বেতার) ক্যাডারের এ কর্মকর্তাকে প্রেষণে নিয়োগ দিয়ে বুধবার (৩ জুন) রাতে আদেশ জারি করে তার চাকরি স্থানীয় সরকার বিভাগ ব্যস্ত করেছে। আবু নাছের বেতারের বহির্বিশ্ব কার্যক্রম বিভাগে কর্মরত ছিলেন।

ডিএসসিসির নবনির্বাচিত মেয়র ফজলে নূর তাপসের দপ্তরে কাজ করবেন আবু নাছের।

আবু নাছের এর আগে পানিসম্পদ মন্ত্রণালয়, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগে জনসংযোগ কর্মকর্তার দায়িত্ব পালন করেছেন।

এমবি//


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি