ঢাকা, বুধবার   ২৫ ডিসেম্বর ২০২৪

মোহাম্মদ নাসিম এর মৃত্যুতে আইইবি`র শোক

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৬:৩৯, ১৩ জুন ২০২০

বর্ষীয়ান রাজনীতিবিদ,বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও ১৪ দলের সমন্বয়ক, সাবেক স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম এর মৃত্যুতে ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন,বাংলাদেশ (আইইবি)'র প্রেসিডেন্ট প্রকৌশলী মো. আবদুস সবুর এবং সাধারণ সম্পাদক প্রকৌশলী খন্দকার মনজুর মোর্শেদ গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন।

আজ শনিবার এক শোক বিবৃতিতে তাঁরা বলেন, মোহাম্মদ নাসিম আদর্শ ও মুক্তিযুদ্ধের চেতনার প্রশ্নে কখনও কোনো ধরনের অন্যায়ের কাছে মাথা নত করেননি। মোহাম্মদ নাসিম আজীবন দেশে ও দেশের জনগণের জন্য কাজ করে গেছেন। তাঁর রাজনীতির মূল লক্ষ্য ছিল জনগণের মুক্তি। আজীবন দেশ ও মানুষের সেবায় নিজেকে উৎসর্গ করেছেন। তাঁর মৃত্যুতে দেশের দেশ ও জাতির জন্য এক অপূরণীয় ক্ষতি। তাঁর অবদান জাতি শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে।

তাঁরা, মরহুম মোহাম্মদ নাসিমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।
কেআই/


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি