ঢাকা, শনিবার   ২৮ ডিসেম্বর ২০২৪

বিনামূল্যে ঢাকা উত্তরে ২৭ কেন্দ্রে ডেঙ্গু পরীক্ষা, শুক্রবার বন্ধ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৪:০৯, ১৯ জুন ২০২০

ঢাকা উত্তর করপোরেশনে (ডিএনসিসি) ২৭টি কেন্দ্রে বিনামূল্যে ডেঙ্গু পরীক্ষা চলছে। গত ১১ মে থেকে নিয়মিত বিনামূল্যে নাগরিকদের ডেঙ্গু পরীক্ষা কার্যক্রম পরিচালনা করছে ডিএনসিসি। নগর মাতৃসদন ও নগর স্বাস্থ্যকেন্দ্রে বিনামূল্যে ডেঙ্গু পরীক্ষা করা হচ্ছে। শুক্রবার ছাড়া প্রতিদিন সকাল ৯টা থেকে দুপুর ২টা পর্যন্ত বিনামূল্যে ডেঙ্গু পরীক্ষা করা যাচ্ছে।

এক মাসেরও বেশি সময় ধরে ওই ২৭টি কেন্দ্রে ডেঙ্গু পরীক্ষা করানো হয়েছে ১১৩টি। এর মধ্যে মাত্র পাঁচজন রোগীর ক্ষেত্রে ডেঙ্গু শনাক্ত করা হয়।

ডিএনসিসি জানিয়েছে, ব্যাপক হারে ডেঙ্গু আক্রান্ত রোগী শনাক্তে আগামী সপ্তাহ থেকে আরও ১৩টি সেন্টারে ডেঙ্গু শনাক্তের কিট দেয়া হবে। সেসব জায়গা থেকে বিনামূল্যে ডেঙ্গুর পরীক্ষা করা হবে।

ডিএনসিসির প্রধান জনসংযোগ কর্মকর্তা এ এস এম মামুন জানান, ওই কেন্দ্রগুলোতে যেসব পরীক্ষা করা হচ্ছে তার মধ্যে রয়েছে, এনএসএই, আইজিজি ও আইজএম। শুক্রবার ছাড়া প্রতিদিন সকাল ৯টা থেকে দুপুর ২টা পর্যন্ত নগর মাতৃসদন ও নগর স্বাস্থ্যকেন্দ্রগুলোতে বিনামূল্যে ডেঙ্গু পরীক্ষা করা যাবে। ডেঙ্গু পরীক্ষার ফল সাথে সাথে জানা যাবে।
এসএ/
 


Ekushey Television Ltd.

© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি