ঢাকা, সোমবার   ২৩ ডিসেম্বর ২০২৪

কুড়িলে ট্রেনে কাটা পড়ে ৩ জনের মৃত্যু

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৬:৪৮, ২৫ জুন ২০২০

রাজধানীর কুড়িলে ট্রেনে কাটা পড়ে ৩ জনের মৃত্যু হয়েছে। গতকাল বুধবার রাতে ও আজ বৃহস্পতিবার সকালে তাদের লাশ উদ্ধার করা হয়। নিহত একজনের নাম আল-আমিন (১৬)। বাকি দু’জনের নাম-পরিচয় জানা যায়নি। তাদের বয়স ২৫ ও ৪০ বছর।

বিমানবন্দর রেলস্টেশন পুলিশ ফাঁড়ির ইনচার্জ (এসআই) আমিনুল ইসলাম জানান, সকাল ৮টার দিকে বিশ্বরোড সংলগ্ন রেললাইন এলাকা আল-আমিনের মরদেহ উদ্ধার করা হয়। তার বাড়ি কুড়িগ্রামে। একই জায়গায় বুধবার সন্ধ্যার দিকে আরেকটি ট্রেনের ধাক্কায় দুজনের মৃত্যু হয়েছে। নিহত ওই দুই ব্যক্তির পরিচয় জানা যায়নি।

তিনি আরো জানান, নিহতদের লাশ ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত শেষে স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।

আরকে//


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি