ঢাকা, সোমবার   ২৩ ডিসেম্বর ২০২৪

স্বাস্থ্যবিধি না মানায় রাজধানীতে প্রায় ২ লাখ টাকা অর্থদণ্ড

একুশে টেলিভিশন

প্রকাশিত : ০৯:৫৭, ২৮ জুন ২০২০

ঢাকা মহানগর পুলিশ’র (ডিএমপি) প্রতিক

ঢাকা মহানগর পুলিশ’র (ডিএমপি) প্রতিক

করোনা মহামারীর সময় কোভিড-১৯ ভাইরাসের প্রাদূর্ভাব ঠেকাতে বেশ কিছু স্বাস্থবিধি জারি করেছে বাংলাদেশ সরকার। এসব স্বাস্থ্যবিধি অনুসরণ না করায় রাজধানীর তেজগাঁও এবং লালবাগে ২১টি দোকান, ৬ ব্যক্তি ও ১টি কারখানাকে মোট ১ লাখ ৭৮ হাজার ৮০০ টাকা অর্থদণ্ড দেয় ঢাকা মহানগর পুলিশ’র (ডিএমপি) ভ্রাম্যমাণ আদালত।

গতকাল শনিবার বিকেলে ঢাকা মহানগর পুলিশ রাজধানীতে অভিযান পরিচালনা করে এ দণ্ড প্রদান করা হয় বলে ডিএমপি’র মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগ নিশ্চিত করে। 

জানা যায়, করোনা ভাইরাসের সংক্রমণ রোধে বেশ কিছু শর্তে যানবাহন ও দোকানপাট খোলার অনুমতি দিয়েছে সরকার। সরকারের নির্দেশনাসমূহ বাস্তবায়নে মাঠ প্রশাসনের সাথে কাজ করছে পুলিশ ও অন্যান্য আইন প্রয়োগকারী সংস্থা। অভিযানকালে রমনা বিভাগে ৬টি দোকানকে ২৫০০ টাকা ও তেজগাঁও বিভাগের ১০টি দোকানকে ১১ হাজার ৫০০ টাকা অর্থদণ্ড করা হয়। লালবাগ বিভাগের ৬টি দোকান, ৬ জন ব্যক্তি ও ১টি কারখানাকে ১ লাখ ৬৪ হাজার ৮০০ টাকা অর্থদণ্ড প্রদান করেন ভ্রাম্যমাণ আদালত।

এমএস/


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি