ঢাকা, সোমবার   ২৩ ডিসেম্বর ২০২৪

রাজধানীতে মাদক বিরোধী অভিযানে ৫৯জন গ্রেফতার

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৭:৫৪, ১১ জুলাই ২০২০

রাজধানীতে মাদক বিরোধী অভিযানে মাদক সেবন ও বিক্রির অভিযোগে ৫৯ জনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। এসময় তাদের কাছ থেকে ১হাজার ৩৮৬ পিস ইয়াবা ট্যাবলেট, ৩৯০গ্রাম ১১০ পুরিয়া হেরোইন, ১কেজি ৬৮০ গ্রাম গাঁজা ও ৫৪ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়।

শনিবার (১১ জুলাই) ডিএমপির এক সংবাদ বিজ্ঞাপ্ততে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, শুক্রবার সকাল ছয়টা থেকে আজ শনিবার সকাল ছয়টা পর্যন্ত গত ২৪ ঘন্টায় রাজধানীর বিভিন্ন থানা এলাকায় অভিযান চালিয়ে এসব মদকসেবী ও ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়। তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে ৩৩টি মামলা দায়ের করা হয়েছে বলে সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

এসি

 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি