ঢাকা, সোমবার   ২১ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

নুরুল ইসলাম বাবুল এর মৃত্যুতে ডিএসসিসি মেয়র এর শোক

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২১:০২, ১৩ জুলাই ২০২০

Ekushey Television Ltd.

দেশের শীর্ষস্থানীয় শিল্পোদ্যোক্তা যমুনা গ্রুপের চেয়ারম্যান নুরুল ইসলাম বাবুল এর মৃত্যুতে গভীর শোক ও দু:খ প্রকাশ করেছেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস।

এক শোকবার্তায় ডিএসসিসি মেয়র ব্যারিস্টার শেখ তাপস বলেন, নুরুল ইসলাম বাবুল দেশের শিল্পায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখার পাশাপাশি গণমাধ্যমের বিকাশেও অনন্য অবদান রেখেছেন। তাঁর এই কর্মযজ্ঞ আমাদের নতুন প্রজন্মকে অনুপ্রেরণা যোগাবে, সাফল্যের পথে আলোর দিশা দেখাবে।

ডিএসসিসি মেয়র মরহুমের আত্মার মাগফিরাত কামনা করেন এবং তাঁর শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।
কেআই/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি