ঢাকা, সোমবার   ২৩ ডিসেম্বর ২০২৪

রাজধানীতে যুবলীগ নেতা বিল্লালের ত্রাণ বিতরণ

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৭:৩৫, ২০ জুলাই ২০২০

ত্রাণ বিতরণকালে কথা বলছেন যুবলীগ নেতা বিল্লাল হোসেন।

ত্রাণ বিতরণকালে কথা বলছেন যুবলীগ নেতা বিল্লাল হোসেন।

চলমান মহামারী করোনা ভাইরাসের (কোভিড-১৯) প্রকোপে বাংলাদেশসহ গোটা বিশ্ব ভয়াবহ পরিস্থিতিতে উপনীত। এই বিপর্যয়ের মাঝে অসহায় মানুষের পাশে দাঁড়িয়েছেন ৩৪নং ওয়ার্ড যুবলীগের সভাপতি মোঃ বিল্লাল হোসেন।

তার অব্যাহত ত্রাণ কার্যক্রমের ধারাবাহিকতায় সোমবার (২০ জুলাই) রাজধানীর রায়েরবাজার, শংকর, মধুবাজার ও ছাতা মসজিদ লেনের হতদরিদ্রদের মাঝে ত্রাণ বিতরণ করেন তিনি।

করোনা ভাইরাসের কারণে মানুষের যখন ঘর থেকে বাইরে আসা বন্ধ হয়ে গেছে, তখন গরিব অসহায় মানুষগুলোর পাশে এসে দাঁড়িয়েছেন মোঃ বিল্লাল হোসেন। গত ২৬ মার্চ থেকে সাধারণ ছুটি ঘোষণা হওয়ার আগে দলীয় কার্যলয় থেকে বলা হয়েছিল আপনারা যার যার আবস্থান থেকে যতটুকু পারেন মানুষের জন্য কাজ করবেন।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশক্রমে এবং বাংলাদেশ আওয়ামী যুবলীগের সভাপতি শেখ ফজলে শামস পরশ এবং সাধারণ সম্পাদক আলহাজ্ব মোঃ মাইনুল হোসেন খান নিখিলের নির্দেশনা মোতাবেক রাজধানীর ৩৪নং ওয়ার্ড যুবলীগের সভাপতি মোঃ বিল্লাল হোসেন নিজ অর্থায়নে এখনো ত্রাণ বিতরণ কার্যক্রম অব্যাহত রেখেছেন।

এনএস/


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি