ঢাকা, বৃহস্পতিবার   ২৩ জানুয়ারি ২০২৫

এবার তেমন জমেনি রাজধানীর বিনোদন কেন্দ্র (ভিডিও)

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৫:৫৬, ৩ আগস্ট ২০২০

এবার ঈদের ছুটিতে তেমনটা জমেনি রাজধানীর বিনোদন কেন্দ্রগুলো। তবে স্বাস্থ্যবিধি মেনে পরিবার-বন্ধুদের সাথে ঘুরতে বের হয়েছেন কেউ কেউ। 

ঈদ মানে আনন্দ। কিন্তু এবার করোনায় অনেকটাই ম্লান সেই উৎসব। রাজধানীর বিনোদন কেন্দ্রগুলো নেই বিশেষ আয়োজন।

তবে হাতিরঝিল, টিএসসি, ধানমণ্ডি লেক কিংবা সংসদ ভবন চত্ত্বরে ঘুরতে এসেছেন কেউ কেউ। তারা বলছেন আগের মতো আর বেশি জায়গায় ঘোরাফেরা করেন না, চলাফেরা এখন একটা গন্ডির ভিতরে চলে আসছে।

করোনায় ঈদ আনন্দ ম্লান হলেও কিছুটা স্বস্তির জন্য পরিবার নিয়ে এসেছেন অনেকেই। মেনে চলছেন স্বাস্থ্যবিধিও। তারা বলছেন, করোনায় আনন্দের পরিমাণ কিছুটা হলেও কমিয়েছে
কেটে যাবে করোনা- আবারো আনন্দ-উৎসবে যুক্ত সবাই এমনই প্রত্যাশা সবার।

এসইউএ/এমবি


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি