ঢাকা, বুধবার   ২২ জানুয়ারি ২০২৫

বঙ্গমাতার জন্মদিনে ঢাকা দক্ষিণ যুবলীগের নানা কর্মসূচি

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২১:১৯, ৮ আগস্ট ২০২০

স্বাধীন বাংলাদেশের মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর সহধর্মিণী মহীয়সী নারী বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব এর ৯০তম জন্মবার্ষিকী উপলক্ষে ঢাকা মহানগর যুবলীগ দক্ষিণের উদ্যোগে নানা ধরনের কর্মসূচি পালন করা হয়েছে। এর মধ্যে কোরআন তেলাওয়াত, দোয়া ও মিলাদ মাহফিল এবং পরিচ্ছন্নতা কর্মী, দুস্থ ও অসহায়দের মাঝে রান্না করা খাবার বিতরণ।

শনিবার (৮ আগস্ট) সকালে যুবলীগ কেন্দ্রীয় কার্যালয়ে বাংলাদেশ আওয়ামী যুবলীগ ঢাকা মহানগর দক্ষিণ এর উদ্যোগে “স্বাধীন বাংলাদেশের মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এর সহধর্মিণী মহীয়সী নারী বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব” এর ৯০তম জন্মবার্ষিকী উপলক্ষে এ ধরনের কর্মসূচি পালন করা হয়। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- বাংলাদেশ আওয়ামী যুবলীগ সাধারণ সম্পাদক আলহাজ্ব মোঃ মাইনুল হোসেন খান নিখিল। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন- ঢাকা মহানগর যুবলীগ দক্ষিণ ভারপ্রাপ্ত সভাপতি মাইনউদ্দিন রানা, অনুষ্ঠান পরিচালনা করেন ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক রেজাউল করিম রেজা।

এসময় আরও উপস্থিত ছিলেন-যুবলীগ সাবেক কেন্দ্রীয় নেতা আনোয়ার হোসেন, এড. মামুন-উর-রশিদ, বাবু সুব্রত পাল, আসাদুল হক আসাদ, ফরিদ উদ্দিন রতন (কাউন্সিলর-২০নং ওয়ার্ড), মিজানুর রহমান, শরিফুল ইসলাম দূর্জয়, রফিকুল ইসলাম, জহির উদ্দিন খসরু, এন আই আহমেদ সৈকত, মশিউর রহমান চপল, গোলাম কিবরিয়া শামীম, যুবলীগ উত্তর ভারপ্রাপ্ত সভাপতি জাকির হোসেন বাবুল (কাউন্সিলর), দক্ষিণ সহ-সভাপতি আহম্মদ উল্লা মধু, সোহরাব হোসেন স্বপন, আনোয়ার ইকবাল সান্টু, কামাল উদ্দিন খান, দ্বীন মোহাম্মদ খোকা, সৈয়দ আহমেদ, মাহবুবুর রহমান পলাশ, মোরসালিন আহমেদ, যুগ্ম-সম্পাদক জাফর আহমেদ রানা, ওমর ফারুক, যুবলীগ উত্তর যুগ্ম-সম্পাদক তাসভীরুল হক অনু।

ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগের সাংগঠনিক সম্পাদক গাজী সারোয়ার হোসেন বাবু, মাকসুদুর রহমান, কাজী ইব্রাহিম খলিল মারুফ, উত্তর দপ্তর সম্পাদক মোস্তাফিজুর রহমান মাসুদ, দক্ষিণ দপ্তর সম্পাদক এমদাদুল হক এমদাদ, শিল্প ও বাণিজ্য সম্পাদক ওমর শরিফ পলাশ, জনসংখ্যা বিষয়ক সম্পাদক মোক্তার হোসেন, উপ-দপ্তর সম্পাদক খন্দকার আরিফ উজ-জামান সহ কেন্দ্রীয়-মহানগর ও বিভিন্ন ওয়ার্ড যুবলীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। উক্ত কোরআন খানী, দোয়া, মিলাদ মাহফিল পরিচালনা করেন- হাফেজ মাওলানা আব্দুল হাকিম।

এসি

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি