ঢাকা, শনিবার   ০৫ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

শোক দিবসে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে স্বেচ্ছাসেবক লীগের শ্রদ্ধা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৮:৩৯, ১৫ আগস্ট ২০২০

Ekushey Television Ltd.

১৫ আগস্ট জাতীয় শোক দিবসে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানসহ তার পরিবারের সকল শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছে বাংলাদেশ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ। আজ শনিবার সকালে ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুস্পস্থবক অর্পণ করা হয়। পরে বনানী কবরস্থানে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন স্বেচ্ছাসেবক লীগের নেতৃবৃন্দ।

সংগঠনের সভাপতি নির্মল রঞ্জন গুহ ও সাধারণ সম্পাদক আফজালুর রহমান বাবুর নেতৃত্বে শ্রদ্ধা নিবেদনে অংশগ্রহণ করেন সংঠনের কেন্দ্রীয় ও মহানগর নেতৃবৃন্দ। 

শ্রদ্ধা নিবেদন শেষে সভাপতি নির্মল রঞ্জন গুহ বলেন, যে অপশক্তি ৭৫-এ জাতির পিতা ও তাঁর পরিবারের সদস্যদের হত্যার মধ্য দিয়ে বাংলাদেশের ইতিহাস ভিন্ন ধারায় প্রবাহিত করতে চেয়েছিল, তাদের বিরুদ্ধে নেতাকর্মীদের সোচ্চার থাকতে হবে।

এসময়, জাতির পিতার পলাতক খুনীদের দেশে ফিরিয়ে এনে দ্রুত ফাঁসী কার্যকর করার দাবি জানান সাধারণ সম্পাদক আফজালুর রহমান বাবু। তিনি বলেন, বঙ্গবন্ধু হত্যার নেপথ্যে জড়িত জাতীয় ও আন্তর্জাতিক অপশক্তির প্রকৃত মুখোশ উন্মোচন করতে হবে।

এনএস/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি