ঢাকা, মঙ্গলবার   ১১ মার্চ ২০২৫

Ekushey Television Ltd.

ডেঙ্গু নিয়ন্ত্রণ: ডিএসসিসিতে ৩২ হাজার টাকা জরিমানা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২২:৪৬, ১৭ আগস্ট ২০২০

Ekushey Television Ltd.

ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন এলাকায় এডিস মশার প্রজননস্থল শনাক্তকরণে পরিচালিত ২য় দিনের অভিযানে মোট ১০৩টি স্থাপনা পরিদর্শন করা হয়েছে। এর মধ্যে ৫টি স্থাপনায় এডিস মশার প্রজননস্থল পাওয়ায় ৫টি মামলা ও ৩২ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

ডিএসসিসি'র ৩টি ভ্রাম্যমাণ আদালত আজ অঞ্চল-১ এর কলাবাগান এলাকা, অঞ্চল-২ এর নয়াপল্টন এলাকা ও অঞ্চল-৩ এর লালবাগ ও আজিমপুর এলাকায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে। অঞ্চল-১ এ নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ কাজী ফয়সাল, অঞ্চল-২ এ নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ নাজমুল আহসান ও অঞ্চল-৩ এ নির্বাহী ম্যাজিস্ট্রেট বিতান কুমার মন্ডল ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। 

অঞ্চল-১ এ ভ্রাম্যমাণ আদালত ২৩টি স্থাপনা পরিদর্শন করেন এবং ২টি স্থাপনায় এডিস মশার লার্ভা পাওয়ায় ২টি মামলা দায়ের ও ২০ হাজার টাকা জরিমানা করা হয়। এ সময় ভ্রাম্যমাণ আদালতের নিকট এডিস মশার বংশ বিস্তার উপযোগী অন্য কোন স্থাপনা পরিলক্ষিত হয়নি। 

অঞ্চল-২ এ ভ্রাম্যমাণ আদালত ২৪টি স্থাপনা পরিদর্শন করেন এবং ২টি স্থাপনায় এডিস মশার প্রজননস্থল পাওয়া যায় এবং ২টি স্থাপনায় এডিস মশার বংশ বিস্তার উপযোগী পরিবেশ পরিলক্ষিত হয়। এ সময় ২টি মামলা দায়ের ও ৭০০০ টাকা জরিমানা করেন অঞ্চল-২ এ পরিচালিত ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ নাজমুল আহসান। একই সাথে অঞ্চল-৩ এ ভ্রাম্যমাণ আদালত ৫৬টি স্থাপনা পরিদর্শন করে। 

এসময় ভ্রাম্যমাণ আদালত ১টি স্থাপনায় এডিস মশার প্রজননস্থল দেখতে পান এবং ১টি স্থাপনায় এডিস মশার বংশ বিস্তার উপযোগী পরিবেশে পাওয়া যায়। এ সময় একটি মামলা দায়ের ও ৫ হাজার টাকা জরিমানা করা হয়। 

আগামীকালও ভ্রাম্যমাণ আদালত ৩টি যথারীতি অভিযান পরিচালনা করা হবে। সর্বশেষ প্রাপ্ত তথ্যঅনুযায়ী, অঞ্চল-১ এ আগামীকাল পলাশী থেকে অভিযান শুরু হবে। অন্যান্য তথ্যাদি আসার পর হালনাগাদ তথ্য প্রেরণ করা হবে। 
কেআই//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি