ঢাকা, বৃহস্পতিবার   ২৩ জানুয়ারি ২০২৫

রাজধানীতে চার শ’ বোতল ফেন্সিডিলসহ আটক ১

সাভার (ঢাকা) প্রতিনিধি

প্রকাশিত : ১৬:০৪, ১১ সেপ্টেম্বর ২০২০

মাদক কারবারের অভিযোগে আটক মামুন আলী- একুশে টেলিভিশন

মাদক কারবারের অভিযোগে আটক মামুন আলী- একুশে টেলিভিশন

রাজধানীর গাবতলী এলাকা থেকে ফেন্সিডিলসহ এক মাদক কারবারিকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। শুক্রবার ভোর রাতে গাবতলীর হানিফ হোটেল এন্ড রেষ্টুরেন্টের সামনে থেকে একটি ক্যাভার্ড ভ্যানে অভিযান চালিয়ে ৪ শত বোতল ফেন্সিডিলসহ তাকে আটক করা হয়। আটককৃতের নাম মামুন আলী (২০)। 

র‌্যাব-৪ এর সহকারী পুলিশ সুপার জিয়াউর রহমান চৌধুরী জানান, আটক মামুন আলী দীর্ঘদিন ধরে ভারত থেকে ফেন্সিডিল এনে রাজধানীতে বিক্রি করে আসছিলেন। আজ শুক্রবার ভোর রাতে তিনি গাবতলী এলাকায় ফেন্সিডিল বিক্রি করছেন এমন সংবাদের ভিত্তিত্বে অভিযান পরিচালনা করে র‌্যাব-৪। এ সময় একটি ক্যাভার্ড ভ্যানসহ প্রায় চার শত বোতল ভারতীয় ফেন্সিডিলসহ মামুনকে আটক করা হয়। তার বিরুদ্ধে মাদক আইনে দারুস সালাম থানায় মামলা দায়ের করে পুলিশের কাছে হস্তান্তর করা হয়। 

অন্যদিকে ঢাকার ধামরাইয়ের কালামপুর এলাকায় বিল্লাল নামের এক ব্যবসায়ীর বাড়িতে গরু চুরির সময় মরম দাস নামের এক জনকে দুটি গরু ও একটি ট্রাকসহ আটক করেছে ধামরাই থানা পুলিশ। 

এমএস/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি