ঢাকা, মঙ্গলবার   ০১ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

রাজধানীতে নির্মাণাধীন ভবন থেকে পড়ে দুই শ্রমিকের মৃত্যু

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৭:২০, ১১ সেপ্টেম্বর ২০২০

Ekushey Television Ltd.

রাজধানীর ভাটারা থানাধীন বসুন্ধরা আবাসিক এলাকায় একটি ১৩তলা নির্মাণাধীন ভবনের ১০তলা থেকে পড়ে দুই শ্রমিকের মৃত্যু হয়েছে। তারা হলেন, আসাদুল (২৫) ও খাইরুল (২৬)। তাদের বাড়ি চাঁপাইনবাবগঞ্জ জেলায়।

শুক্রবার (১১ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

জানা যায়, বসুন্ধরা আবাসিক এলাকার ৩৩৮/এ ১৩তলা নির্মাণাধীন ভবনের দশ তলায় বাহিরের আস্তরের কাজ করার সময় মাচান থেকে তারা পড়ে যায়। এসময় গুরুতর আহত অবস্থায় তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে আনা হলে বেলা পৌনে ১২টার দিকে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের পুলিশ বক্সের ইনচার্জ (পরিদর্শক) বাচ্চু মিয়া জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে। বিষয়টি ভাটারা থানায় জানানো হয়েছে।

এসি

 


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি