ঢাকা, বুধবার   ০২ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

রাজধানীতে বিদুৎস্পৃষ্ট হয়ে একজনের মৃত্যু

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৬:৩৭, ১৮ সেপ্টেম্বর ২০২০

Ekushey Television Ltd.

রাজধানীর মধ্য বাড্ডায় বিদুৎস্পৃষ্ট হয়ে মো. বাবুল হোসেন (২৬) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার দিবাগত রাত ১টার দিকে তিনি বিদুৎস্পৃষ্ট হন। এর পর তাকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

ঢাকা মেডিকেল সংবাদদাতা জানান,তাদের এক বন্ধুর বিয়ে উপলক্ষে মধ্য বাড্ডায় একটি বাসার ছাদে গায়ে হলুদের অনুষ্ঠানে সবাই মিলে আনন্দ করছিলেন। এ সময় বিদ্যুতের ভেজা তারে বাবুল বিদুৎস্পৃষ্ট হয়। বাবুল হোসেনের বাড়ি বরিশালে। তার বাবার নাম আব্দুস সাত্তার। বাড্ডার আদর্শনগর এলাকায় পরিবারের সঙ্গে ভাড়া বাসায় থাকতেন বাবুল। তিনি ইন্টারনেট সংযোগের কাজ করতেন।

ঢামেক হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ (পরিদর্শক) মো.বাচ্চু মিয়ার উদ্ধৃতি দিয়ে মেডিকেল সংবাদদাতা জানান, লাশ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।

এমবি//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি