ঢাকা, বৃহস্পতিবার   ২৩ জানুয়ারি ২০২৫

রাজধানীর বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন

পূজামণ্ডপে শুভেচ্ছা বিনিময়ে সম্প্রীতি বাংলাদেশের প্রতিনিধিদল

একুশে টেলিভিশন

প্রকাশিত : ২৩:৩৪, ২৫ অক্টোবর ২০২০

সম্প্রীতি বাংলাদেশ-এর আহ্বায়ক পীযূষ বন্দ্যোপাধ্যায় ও সদস্য সচিক অধ্যাপক ডা. মামুন আল মাহতাব স্বপ্নীলের নেতৃত্বে সম্প্রীতি বাংলাদেশ-এর একটি প্রতিনিধি দল রাজধানীর ঢাকেশ্বরী জাতীয় মন্দির ও ঐতিহ্যবাহী রমনা কালী মন্দিরসহ রাজধানীর বিভিন্ন পূজামণ্ডপে গিয়ে শুভেচ্ছা বিনিময় করেন। 

রোববার (২৫ অক্টোবর)  এসব পূজামণ্ডপের নেতৃস্থানীয়দের সঙ্গে তাঁরা মত বিনিময় করেন। 

উল্লেখ্য, এবারের পূজায় ‘উৎসব উদযাপন করুন স্বাস্থ্যবিধি মেনে’ স্লোগান সংবলিত সম্প্রীতি বাংলাদেশ-এর শুভেচ্ছা ব্যানার দেশের যশোর, সাতক্ষীরা, চিটাগং, সিলেট, রাজশাহী, নওগাঁ, নাটোর, চাঁদপুর, দিনাজপুর, কক্সবাজার, ময়মনসিংহ, গাজীপুর, নারায়ণগঞ্জ, সিরাজগঞ্জ, ঠাকুরগাঁও, ব্রাহ্মণবাড়িয়া, কিশোরগঞ্জ, মানিকগঞ্জসহ সহ বিভিন্ন জেলার পূজা মণ্ডপে শোভা পাচ্ছে।
কেআই//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি