ঢাকা, বৃহস্পতিবার   ২৩ জানুয়ারি ২০২৫

ভুয়া ডাক্তার ধরতে গভীর রাতে রাজধানীতে র‌্যাবের অভিযান

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১০:৪৬, ২৯ অক্টোবর ২০২০

চিকিৎসার নামে প্রতারণা ও ভুয়া ডাক্তার ধরতে রাজধানীর মোহাম্মদপুর ও শ্যামলী এলাকায় গভীর রাতে অভিযান চালিয়েছে র‌্যাব। পাঁচ ঘণ্টাব্যাপী এ অভিযানে নুরজাহান অর্থপেডিক্স হাসপাতালসহ তিনটি হাসপাতালে বেশ কয়েকজনকে বিভিন্ন মেয়াদে সাজা দিয়েছে র‌্যাবের ভ্রাম্যমাণ আদালত।

বুধবার (২৮ অক্টোবর) রাত ১০টা থেকে স্বাস্থ্য অধিদপ্তর ও র‌্যাব-২ এর সহযোগিতায় অভিযান পরিচালনা করেন র‌্যাবের নির্বাহী ম্যাজিস্ট্রেট পলাশ কুমার বসু। 

এ সময় হাসপাতালের মেয়াদ না থাকা, উন্নত চিকিৎসা দেওয়ার কথা বললেও অপরিষ্কার ও ফ্লোরে রক্ত মাখা কাপড় ও ওয়ার্ড বয়কে দিয়ে অপারেশন করানোর কারণে মোহাম্মদপুরের নুরজাহান অর্থপেডিক্স হাসপাতালের পরিচালক বাবুল হোসেনকে এক বছরের ও ওয়ার্ড বয়কে দুই বছরের কারাদণ্ড প্রদান করা হয়। 

একই কারণে ক্রিসেন্ট হাসপাতালের আবুল হোসেনকে এক বছর এবং মক্কা-মদিনা হাসপাতালের পরিচালক নূর নবীর কোনও ধরনের চিকিৎসা প্রদানের সনদ বা অনুমোদন না থাকায় এবং রোগী দেখার অপরাধে এক বছরের কারাদণ্ডসহ আনোয়ার হোসেন কালু ও তার সহযোগী আব্দুর রশিদকে ৬ মাস করে সাজা প্রদান করা হয়। একইসঙ্গে হাসপাতালটি সিলগালা করে দেয় ভ্রাম্যমাণ আদালত। 

র‌্যাবের পক্ষ থেকে জানানো হয়, দীর্ঘদিনের অনুসন্ধানের ভিত্তিতে এ অভিযান চালানো হয়েছে। অভিযানে হাসপাতাল কর্তৃপক্ষ ও দালালসহ কয়েকজনকে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও হাসপাতাল সিলগালা করা হয়।

এআই//এমবি


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি