বুড়িগঙ্গা দখলমুক্ত করে পার্ক করার ঘোষণা
প্রকাশিত : ১৫:৫০, ৪ নভেম্বর ২০২০
বুড়িগঙ্গা নদী দখল মুক্ত করে এর দুই পাড়ে নান্দনিক পার্ক করার ঘোষণা দিলেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নুর তাপস।
বুধবার (৪ নভেম্বর) দুপুরে রাজধানীর কাপ্তান বাজারে কসাইখানার নির্মাণাধীন ভবন পরিদর্শনে এসে তিনি এই কথা বলেন।
মেয়র বলেন, সিটি করপোরেশনের মার্কেটগুলোর অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হবে। পাশাপাশি মাকের্টগুলোতে গাড়ি পার্কিংয়ের ব্যবস্থা করা হবে বলেও জানান তিনি।
ডিএসএসসির মেয়র ব্যারিস্টার শেখ ফজলে নুর তাপস বলেন, বুড়িগঙ্গাকে সম্পূর্ণভাবে পুনরুদ্ধার করে সেখানে নান্দনিক পরিবেশ, নান্দনিক পার্ক স্থাপন করা হবে। তাহলে এই বর্জ্য থেকে মুক্ত হবো এবং ঢাকাবাসী সুন্দর একটি নান্দনিক পরিবেশ পাবে।
এএইচ/এমবি
আরও পড়ুন