ঢাকা, সোমবার   ৩১ মার্চ ২০২৫

Ekushey Television Ltd.

রাজধানীতে ইয়াবাসহ ৪ মাদক বিক্রেতা গ্রেফতার

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৫:১৪, ৬ নভেম্বর ২০২০

Ekushey Television Ltd.

রাজধানীর মতিঝিল ও চকবাজার এলাকায় পৃথক অভিযান চালিয়ে ইয়াবাসহ ৪ মাদক বিক্রেতাকে গ্রেফতার করেছে পুলিশ।

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) গোয়েন্দা উত্তর বিভাগ এবং ঢাকা মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা লালবাগ বিভাগ পৃথক অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে।

গ্রেফতারকৃতরা হলেন, মো. ছাইদুর রহমান সোহেল (৩৬), শাকিল উদ্দিন বাবুল (২৯), মো. সালেহ আহম্মেদ (২৬) ও মো. শামীম (২২)।

ঢাকা মেট্রোপলিটন পুলিশের গোয়েন্দা লালবাগ বিভাগ বৃহস্পতিবার বিকেল সাড়ে ৪ টার দিকে রাজধানীর ফকিরাপুল এলাকায় অভিযান চালিয়ে ছাইদুর রহমান সোহেল ও শাকিল উদ্দিন বাবুলকে গ্রেফতার করে।

গ্রেফতারের সময় তাদের কাছ থেকে ১০ হাজার পিস ইয়াবা উদ্ধার করা হয়। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মতিঝিল থানায় একটি মামলা হয়েছে।

এদিকে বৃহস্পতিবার সন্ধ্যা সোয়া ৫ টার দিকে চানখারপুল হোসেনী দালান রোড এলাকায় অভিযান চালিয়ে সালেহ আহম্মেদ ও মো. শামীমকে গ্রেফতার করে বিমান বন্দর জোনাল টিম।

তাদের কাছ থেকে ৫২০ পিস ইয়াবা ও ইয়াবা পরিবহনে ব্যবহৃত একটি মোটর সাইকেল উদ্ধার করা হয়েছে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, গ্রেফতারকৃতরা কক্সবাজারের টেকনাফ থেকে ইয়াবা এনে চকবাজার থানা এলাকাসহ ঢাকার পার্শ্ববর্তী জেলায় বিক্রি করতো।

তাদের বিরুদ্ধে চকবাজার থানায় মামলা হয়েছে।

এমবি//


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি