ঢাকা, শনিবার   ২১ ডিসেম্বর ২০২৪

ঢাকা মহানগর দায়রা আদালতে আগুন

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৮:১১, ১৬ নভেম্বর ২০২০

ঢাকা মহানগর দায়রা জজ আদালতের এজলাসের রেকর্ড রুমে আগুন লেগেছে। সোমবার (১৬ নভেম্বর) বিকাল ৫টার দিকে এ আগুন লাগে। আগুন নিয়ন্ত্রণে কাজ করে যাচ্ছে ফায়ার সার্ভিস। 

বিষয়টি নিশ্চিত করে ফায়ার সার্ভিসের কন্ট্রোল অফিসে দায়িত্বরত আনিসুর রহমান জানান, খবর পাওয়ার সঙ্গে সঙ্গে সেখানে ২টি ইউনিট পাঠানো হয়েছে। 

জানা গেছে, এজলাসের রেকর্ড রুমের এসি থেকেই এ অগ্নিকাণ্ডের সূত্রপাত ঘটেছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত ঢাকা মহানগর দায়রা জজ আদালতে বিভিন্ন মামলার নথি ও গুরুত্বপূর্ণ কাগজপত্র সরানো হচ্ছে।

এনএস/


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি