ঢাকা, শুক্রবার   ২৭ ডিসেম্বর ২০২৪

বিজয় দিবস উপলক্ষে টিসিএ’র আলোচনা সভা

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৯:৫৬, ২২ ডিসেম্বর ২০২০

টেলিভিশনে কর্মরত ক্যামেরাপার্সনদের সংগঠন টেলিভিশন ক্যামেরা জার্নালিস্ট এসোসিয়েশনের (টিসিএ) উদ্যোগে মহান বিজয় দিবস উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। 

২২ ডিসেম্বর (মঙ্গলবার) বিকালে রাজধানীর একটি কনভেনশস সেন্টারে অনুষ্ঠিত এই আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তথ্য প্রতিমন্ত্রী ডাঃ মুরাদ হাসান।

অনুষ্ঠানে তিনি বলেন, দেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে একটি মহল। এজন্য ধর্মকে ব্যবহার করা হচ্ছে। তবে ধর্ম নিয়ে এই ধরনের অপরাজনীতি বন্ধ করা হবে। তাদের এই অপচেষ্টা সফল হবে না।  

তিরি আরও বলেন, দেশের সুরক্ষা নিশ্চিত করতে তাদের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে।  

সংগঠনের সভাপতি শেখ মাহবুবুল আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া, কৃষকলীগ সভাপতি সমীর চন্দ্র,সেচ্ছাসেবক লীগ সভাপতি নির্মল রঞ্জন গুহ ও বিএফইউজে মহাসচিব শাবান মাহমুদসহ সাংবাদিক নেতা ও সংগঠনের সদস্যরা উপস্থিত ছিলেন।

সম্প্রতি ধর্মের নাম ব্যবহার করে বঙ্গবন্ধুর ভাস্কর্য স্থাপনে বিরোধিতা করছে কিছু ধর্মান্ধ। কখনো কখনো বিক্ষোভের নামে দেশকে অস্থিতিশীল করার চেষ্টাও করছে তারা। 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি