ঢাকা, বৃহস্পতিবার   ২৩ জানুয়ারি ২০২৫

রাজধানীতে মাদক বিরোধী অভিযানে গ্রেফতার ৪১

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৪:১৫, ৩ জানুয়ারি ২০২১

পুলিশের মাদক বিরোধী অভিযানে ৪১ জন গ্রেফতার হয়েছে। আজ রোববার (৩ জানুয়ারি) সকাল ৬টা পর্যন্ত গত ২৪ ঘন্টায় রাজধানীর বিভিন্ন এলাকা থেকে তাদেরকে গ্রেফতার করা হয়।

ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) বিভিন্ন থানা ও গোয়েন্দা বিভাগ এই মাদক বিরোধী অভিযানে অংশ নেয়।
 
গ্রেফতারকৃতদের কাছ থেকে ২ হাজার ৬৯৮ পিস ইয়াবা, ৪৩ গ্রাম ৩৫ পুরিয়া হেরোইন, ৬ কেজি ৪১৫ গ্রাম গাঁজা, ১০ লিটার দেশি মদ ও ১৯৩ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়েছে।

তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে সংশ্লিষ্ট থানায় ৩২টি মামলা করা হয়েছে।

এএইচ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি