ঢাকা, শুক্রবার   ০৪ এপ্রিল ২০২৫

Ekushey Television Ltd.

রাজধানীতে ট্রেনের ধাক্কায় ২ যুবকের প্রাণহানি

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৯:২৪, ৬ জানুয়ারি ২০২১ | আপডেট: ১৯:২৬, ৬ জানুয়ারি ২০২১

Ekushey Television Ltd.

রাজধানীতে ট্রেনের ধাক্কায় দুই যুবকের প্রাণহানি ঘটেছে। বুধবার (৬ জানুয়ারি) মালিবাগের গুলবাগ রেললাইনে এ দুর্ঘটনা ঘটে। নিহত দুজনই একটি বেসরকারি প্রতিষ্ঠানে মার্কেটিং বিভাগে কর্মরত ছিলেন।

বিষয়টি নিশ্চিত করে ঢাকা রেলওয়ে থানার (কমলাপুর) উপ-পরিদর্শক (এসআই) মো. শাহজাহান বলেন, মালিবাগের গুলবাগ রেললাইনে দুটি ট্রেন অতিক্রম করার সময় ওই দুই যুবককে ধাক্কা দেয় একটি ট্রেন। এতে তাদের মৃত্যু হয়। তাদের কাছে থাকা আইডি কার্ড থেকেই তাদের পরিচয় নিশ্চিত হওয়া গেছে।

তারা হলেন- নেত্রকোনা জেলার কেন্দুয়া উপজলোর মুসলিম উদ্দিনের ছেলে নূর ইসলাম (২৭) ও একই জেলার মোস্তফার ছেলে রাকিব (২৫)।

এসআই শাহজাহান আরও জানান, ময়না তদন্তের জন্য মরদেহ দুটি ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে পাঠানো হয়েছে।

এনএস/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি