ঢাকা, রবিবার   ১২ জানুয়ারি ২০২৫

ঢাকা মেডিক্যাল কলেজের আগুন নিয়ন্ত্রণে

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১৫:০৮, ৭ জানুয়ারি ২০২১

ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে আগুন লাগার ঘটনা ঘটেছে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট দুপুর দুইটার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে।

এ তথ্য নিশ্চিত করেছেন ফায়ার সার্ভিস সদর দপ্তরের কন্ট্রোল রুম থেকে এরশাদ হোসেন। 

তিনি জানান, বৃহস্পতিবার পৌনে ২টার দিকে জরুরি বিভাগের চারতলায় অগ্নিকাণ্ডের খবর পাওয়া যায়। শুরু থেকেই সেখানে আমাদের তিনটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে কাজ করে। দুইটার পরে আরো একটি ইউনিট পাঠানো হয়েছিল। সেখানে গিয়ে আগুন নিয়ন্ত্রণ করা হয়েছে। তবে আগুনের থেকে ধোঁয়া ছিল অনেক বেশি।

ঢাকা মেডিক্যাল কলেজের একটি সূত্র জানায়, ধারণা করা হচ্ছে, এসির সমস্যার কারণে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটতে পারে।
এসএ/


Ekushey Television Ltd.

© ২০২৫ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি