ঢাকা, শুক্রবার   ২২ নভেম্বর ২০২৪

রাজধানীর প্রায় সব ফুটপাথই হকারদের দখলে (ভিডিও)

একুশে টেলিভিশন

প্রকাশিত : ১২:৪৭, ৯ জানুয়ারি ২০২১

নামেই ফুটপাথ, কোনো কাজে আসে না। রাজধানীর প্রায় সব ফুটপাথই হকারদের দখলে। তাই পথচারিদের ভোগান্তির শেষ নেই। উচ্ছেদ করার কয়েকদিনের মধ্যে আবারও দোকান বসে যায়।

পথচারিদের হাঁটার জন্যই এই ফুটপাত। হাঁটবে কোথায়? সবইতো হকারদের দখলে। গুলিস্তান, মতিঝিল, পল্টন, ফার্মগেটসহ বেশিরভাগ এলাকার ফুটপাতের চিত্র একইরকম।

জিপিও অফিসের সামনে বড় এই ফুটপাথে মানুষ হাঁটাই সম্ভব নয়। দু’পাশেই দোকান সাজিয়েছে হকাররা। এই চিত্র বায়তুল মোকাররমের দক্ষিণ গেটেও। খোদ রাস্তার ওপর বসেছে দোকান। 

হকাররা জানান, রাস্তায় নেমেছি আমরা গরীব মানুষ। কি করে খাবো, এজন্য রাস্তায় কোন রকম বসে ডাল-ভাত খাইয়া জীবন বাঁচাই। 

বাদ যায়নি যাত্রী ছাউনিও। পুরোটাই হকারদের দখলে। দোকানিদের দাবি, ইজারা নিয়েই দোকান বসানো হয়েছে। 

দোকানিরা জানান, লিজ নেওয়া, অবশ্যই এর কাগজপত্র আছে। কাগজ ছাড়া কেউই দোকান বসাতে পারবে না। যথাযথ কর্তৃপক্ষ আসলে তাদেরকে কাগজপত্র দেখাবো।

সন্ধ্যা থেকে গুলিস্তানে হকার বসার কথা। কিন্তু ভর দুপুরে রাস্তা দখল করে চলছে ব্যবসা। 

এই হকার জানালেন, বিকেলের দিকে এসে টাকা নিয়ে যায়। ৩০ টাকা থেকে শুরু করে ৫-৭শ’ পর্যন্ত নিয়ে থাকে।

ফুটপথে দোকান থাকায় চরম বিপাকে সাধারণ মানুষ। 

ভুক্তভোগী মানুষরা বলেন, এখান দিয়ে কেউ চলাফেলা করতে পারে না। একমাত্র যারা কেনাকানা করে তারাই আসে। বাচ্চা ও পরিবার নিয়ে ফুটপাত দিয়ে হাঁটা যায় না এজন্য বাধ্য হয়ে আমাদেরকে রাস্তার মধ্যদিয়ে হাঁটতে হচ্ছে। করোনার মধ্যে একজনের সাথে আরেকজনের ধাক্কাধাক্কি, এটা চলছেই।

করোনা মহামারির মধ্যে এভাবে ফুটপথ দখলে থাকায় স্বাস্থ্য বিধি অনেকটাই উপেক্ষিত। 
ভিডিও :

এএইচ/এসএ/
 


Ekushey Television Ltd.










© ২০২৪ সর্বস্বত্ব ® সংরক্ষিত। একুশে-টেলিভিশন | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি